বৃষ্টি এলেই
নিজেকে আর সামলাতে পারিনা
ছুটে যাই ছাদে
অথবা খোলা মাঠে
বৃষ্টির ফোঁটা গায়ে এসে পড়ে
মন ভরে যায় ভাল লাগার শিহরণে।
বৃষ্টি এলেই মন ভরে যায়
মন ভাল হয়ে যায়
ভিজতে ইচ্ছে করে
ভেজাতে ইচ্ছে করে
আমি প্রতীক্ষা করি বৃষ্টির
প্রতীক্ষা করেই যাব ।