একসাথে হাত ধরে স্কুলে যাওয়া
আর হাত ধরে ফিরে আসা
সোনালী সেই দিনগুলো
ফিরে আর আসবেনা কখনো ।
মন খারাপ হলে অসম্ভব
ফিরে যাই সেসব দিনে
মায়াবী সেসব ঝলমলে দিন
মনে ছিল স্বপ্ন রঙিন ।
স্বপ্নগুলো ফিকে হয়ে গেছে
বাস্তবতা আজ বড় কঠিন
মন শক্ত হয়ে গেছে সবার
ভালবাসা নিয়ে কেউ নেই ভাববার।