পাহাড়ি রাস্তার অদ্ভুত মায়া
নামতে ইচ্ছে করে বারবার,
ভয় আছে পড়ে যাবার
তবুও ভয় লাগেনা আমার।
পাহাড়ের গন্ধ আমার নাকে
ফিরে আসে বারেবারে,
তাই একটু সুযোগ পেলেই
চলে যাই পাহাড়ে ।
সেই ছেলেবেলার দার্জিলিং
আমাকে কাছে টানে ,
মেঘ আর কুয়াশা সব
লেগে আছে আমার প্রাণে ।