বদলে যাচ্ছে প্রকৃতি
আজ নেই সেই সোনাঝরা সন্ধ্যা
হারিয়ে গেছে সব মায়াবী রাত
প্রকৃতিতে প্রাণের স্পন্দন আর নেই।
এই সুন্দর প্রকৃতি
আমরাই ধ্বংস করেছি নিজ হাতে
আমরা হয়েছি নিষ্ঠুর
প্রকৃতিও হয়ে গেছে নিষ্ঠুর ।
প্রকৃতিকে না ভালবাসলে
সে কেন আমাদের ভালবাসবে ?
আমাদের সীমাহীন লোভ আর হিংসা
প্রকৃতিকে করেছে শেষ আমাদের মত।