আজ অনেকদিন পর বৃষ্টি এল
এ যেন দীর্ঘ খরার পর
এক পশলা শান্তির বৃষ্টি ।
হঠাৎ চুপিসারেই সে এল
ভাসিয়ে নিয়ে গেল সবাইকে
সব প্রাণ ফিরে পেল।
তপ্ত রোদে যখন পুড়েছে চারিদিক
হঠাৎ করেই পাল্টে গেল সব
ভেজা মাটির গন্ধ নাকে এল।
বারবার এভাবেই বৃষ্টি এসে
সব জঞ্জাল ভাসিয়ে নিয়ে যাক
প্রার্থনা করি আমি বারবার।