আমার সোনার দেশের প্রতি
দৃষ্টি পড়েছে শকুনের ,
ভয় করিনা আমরা
জয় হবে নিশ্চিত আমাদের।
কুচক্রীরা যতই ষড়যন্ত্র করুক
হবে তাদের পরাজয়,
কিছুদিন আস্ফালন করে
ডুববে তারা, হবে অসহায়।
যতই তারা অস্থির করুক
জেগে আছে ইমানদার জনতা,
একদিন সব বিচার হবে
পালাবে কোথায় ভণ্ড নেতা।