অসুস্থ মানুষের দাবড়ানি দেখে
কবি আজ অসহায়
কবির চোখে জল
মুছে দেবার কেউ নেই।
সবাই নিজের ধান্ধায় ব্যস্ত
কেউ কাউকে ভালবাসেনা
সবাই আজ চরম স্বার্থপর
মানুষ হয়ে গেছে অমানুষ ।
শত শত মানুষের ভিড়ে
মানুষের মত মানুষ হতে চাই
হতে চাইনা অনেক বড়
শুধু মানুষ হতে চাই।