ছেলেবেলার সেই জামরুল গাছটা
আজো টিকে আছে
একসময় প্রতিদিন সেই গাছের কাছে না গেলে
ঘুমই হতোনা
আজ আর যাওয়া হয়না সেই গাছের কাছে।
ছেলেবেলার স্মৃতি ভোলা কঠিন
মনে দাগ কেটে যায়
এখন মাঝে মাঝে খুব ইচ্ছে করে
সেই জামরুল গাছের কাছে যেতে
কিন্তু আর যাওয়া হয়না।