অসম্ভব গরম চারিদিকে
নেই একটু মেঘ বা বৃষ্টি
চাতক পাখির মত চেয়ে থাকি
প্রকৃতিতে এখন হাহাকার।
এক পশলা বৃষ্টির জন্য
সবার অনেক আকুতি
কষ্টের শেষ নেই মানুষের
আছে নানা সামাজিক অশান্তি ।
ভেবেছিলাম বৈশাখী ঝড়
সব কষ্ট উড়িয়ে নেবে
আর তো সেটা হলোনা
এই বৈশাখে শুধু কষ্টই পেলাম।