চারিদিকে শুধু লাশ আর লাশ
নেই কারো বিকার,
কষ্ট পেতে পেতে আমার
হয়েছে মানসিক বিকার।
তোমরা ভালই আছো
এসব তোমাদের আহত করেনা,
আমার কোমল হৃদয়
কিছুতেই এটা মানতে পারেনা।
তোমরা সবাই সব এড়িয়ে
দিচ্ছ পাড়ি রাত -দিন,
আমি একা বসে ভাবি
কবে শোধ হবে রক্তের ঋণ।