বৈশাখে আর প্রাণ নেই
আছে শুধু প্রাণহীন উচ্ছ্বাস,
সবকিছুই এখন ব্যবসা
কিছু মানুষের জন্য দীর্ঘশ্বাস ।
মানুষ হয়েছে স্বার্থপর
অন্যের জন্য ভাবার সময় নেই ,
আছে খরচের প্রতিযোগিতা
প্রিয়জনকে ভুলছে সহজেই।
নর নারীর অবৈধ প্রণয়
এভাবেই যাচ্ছে বৈশাখ ,
ভালবাসা আর নেই
ভালবাসা এখন খোলা পোশাক।