ট্র্যাম্প সাহেব হুমকি দিচ্ছেন
দূর করবেন সব মুসলমান ,
কিন্তু বুঝছেন না তিনি
নিস্ফল হবে তার আহবান।
এভাবে হিংসার বিষ ছড়িয়ে
হবেনা কোন ফল,
যতই লাফান তিনি জোরে
তিনি আসলে মাকাল ফল।
ইসলাম ছিল এবং থাকবে
ট্র্যাম্প সাহেব যাবেন চলে
দেখে নিও তোমরা ভাই
একথা আমি গেলাম বলে।