বিশ্ববিবেক হারিয়ে গেছে
হারিয়েছে প্রশান্ত সাগরে,
মুখে শুধু ফাঁকা বুলি
অন্তর তাদের খাদের কিনারে।
পশ্চিমা মোড়ল আজকাল
করছে শুধু খুন,
বড়বড় বক্তব্য দিচ্ছে
মহাসচিব বান কি মুন।
শ্যরন আর ট্রাম্প সবাই
নষ্ট করেছে মানবাধিকার,
একদিন ঠিক বুঝবে তারা
হবে যখন প্রাণ সংহার।