যতই বিপদ আসুক
আত্মহত্যা তুমি করোনা ,
কষ্টে থাকবে চিরকাল
বেহেশত তুমি পাবেনা।
দোজখের আগুনে জ্বলবে
অসহনীয় কষ্ট হবে,
আল্লাহ্ অসন্তুষ্ট থাকবেন
সবকিছু তুমি হারাবে।
আত্মহত্যা সাময়িক সমাধান
কিন্তু চিরকালের জন্য কষ্ট ,
শয়তানের ধোঁকায় পড়ে
করোনা জীবন নষ্ট ।
বিপদ সামনে এলে
কেবল আল্লাহ্কে ডাকবে ,
সব সমাধান হবে
পথ তুমি খুঁজে পাবে।