অসহায় সেসব মানুষ দেখে
ভেতরটা কেঁদে যায়
বুক ব্যথা করে
শ্বাস ভারী হয়ে যায় আমার।
একটু বেঁচে থাকার জন্য
দিনরাত চলছে সংগ্রাম
অযত্ন আর অবহেলায় তাদের
দিন চলে যায় ।
অসহায় সেসব মানুষ
চোখের কোনে অশ্রু
চেহারা বিষণ্ণ মলিন
কষ্টে তাদের দিন কেটে যায় ।
অসহায় সেসব মানুষ
কবে শেষ হবে তাদের কষ্ট?
অমানিশার পর আসবে আলো
কেউ বলতে পারবে না।