এ কেমন ভালবাসা ?
প্রেমে ব্যর্থ হয়ে খুন কর
ধর্ষণ কর
এসিড দিয়ে ঝলসে দাও।


এ কেমন ভালবাসা ?
ভালবাসার মানুষের নামে
বন্ধুর কাছে খারাপ কথা বল,
বন্ধুর নগ্ন ভিডিও কর।

এ কেমন ভালবাসা?
যেখানে ভালবাসা নেই
আছে কাম আর লালসা
দরকার নেই এই ভালবাসা ।