পৃথিবীতে শান্তি নেই
চারিদিকে বোমা আর হামলা,
কেউ নেই সুখে
অশান্তির আগুন চারিদিকে।
অনেক সম্পদ পৃথিবীতে
তারপরেও কেউ ক্ষুধার্ত ,
কেউ খাবার করছে নষ্ট
কেউবা পাচ্ছে ভীষণ কষ্ট ।
শান্তি কবে আসবে?
কবে সব ঠিক হবে?
পাইনা খুঁজে উত্তর
মনে কষ্ট নিরন্তর।