আজ রাতে শুধু আমি
তোমার কথাই ভেবে যাব,
আর কারো কথা ভাববনা
কোথাও আমি যাবনা ।
মায়াবী চাঁদের আলো
আর রাত জাগা জোনাকি
আমার সাথী হবে,
তোমার কথা ভাবতে ভাবতে ঘুমাব।
তোমার প্রেমে আমি মগ্ন
তোমাকে না ভেবে উপায় আছে ?
আমার ভাবনায় শুধু তুমি
তোমাকেই তাই ভেবে যাই ।