স্বদেশের কথা কেউ ভাবেনা
সামনে আসছে অশুভ দিন,
সবাই এগিয়ে না এলে
কষ্ট করতে হবে বরণ ।
অসভ্যদের সভ্যতা সবাই
দেখেও রয়েছে চুপ,
বিবেকবানরা সব অসহায়
সব ভাল আজ নিশ্চুপ।
নিজের স্বার্থ দেখলে শুধু
পস্তাতে হবে অচিরেই,
সামনে এগিয়ে আসতে হবে
দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে নিমিষেই ।