কখনো থেমোনা তুমি
নদীর মত বয়ে যাও ,
থামলেই তুমি শেষ
থামার সুযোগ নেই কোথাও ।
নদী যেমন বয়ে চলে
একইরকম মানুষের জীবন,
থাকবে দুঃখ ,কষ্ট ,হতাশা
কিন্তু সতেজ থাকবে সর্বক্ষণ ।
থেমে গেলেই মৃত্যু তোমার
ছুটে চল তুমি সবসময়,
পেয়োনা ভয় কখনো
জয় হবে তোমার নিশ্চয় ।