পাতাগুলো সব ঝরে যায়
নেমে আসে কুয়াশাঘেরা শীত
তারপর আসে বসন্ত
আসে কচি সবুজের সমারোহ ।
প্রকৃতিতে খেলা হয়
আমাদের মনেও হয় নিয়ত
একবার ভাল লাগে
আর একবার মন ভেঙ্গে যায় ।
শীতের রোদের মত মিষ্টি
ভাবনা আসে মনে
আবার শিশিরের মত রহস্য
এভাবেই যায় সময়।