আমি হতে চেয়েছি
আলাদা হতে সবসময়,
হতে পেরেছি কিনা জানিনা
মন চেয়েছে সারা দিনময়।
ক্ষুদ্রমনা স্বল্পজ্ঞানী মানুষের মত
হতে চাইনি কখনো,
কষ্ট পেয়েছি বারবার
তবু হারিনি এখনো ।
মন করতে চেয়েছি স্বচ্ছ
যেন দেখতে পরিষ্কার জল ,
এভাবেই থাকতে চাই
হতে চাইনা বদল।