আমারি থাকবে বলেছিলে
কিভাবে বদলে গেলে?
মনে পড়েনা আমায়?
কষ্ট পাই মনে তাই।
আমার বুকে মাথা দিয়ে
চুলে অনেক আঙুল বুলিয়ে
কোথায় গেলে তুমি?
হৃদয় আজ যেন মরুভূমি ।
হারাতে চেয়েছিলে নীলিমায়
স্মৃতিরা আজ কেঁদে যায়
মন ভেঙে আজ অসহায়
এভাবেই আমার দিন যায় ।