আর কটা দিন বাকি
আসছে ৮ ফাল্গুন,
রক্ত দিয়ে কেনা ভাষা
শোধ হবেনা রক্তের ঋণ।
ভাষা শহীদের পরিবার
হারিয়ে গেছে অজানায়,
অভিমানে হারিয়ে গেছে
কেউ দেয়নি আশ্রয় ।
বড় বেশী মনে পড়ে
সব প্রিয় সৈনিকদের,
জীবন দিয়ে এনেছে তারা
শ্রদ্ধায় স্মরণ করি তাঁদের ।