এমন একটা দিন আসবে
যেদিন পৃথিবী হবে শান্তির ,
শুধু থাকবে ভালবাসা
থাকবেনা কোন কষ্ট মানুষের।
এমন একটা দিন আসবে
দূর হবে সব কান্না,হাহাকার,
ভালবাসা আর প্রেম এসে
করবে জঞ্জাল সব পরিষ্কার ।
এমন একটা দিন আসবে
বইবে কেবল শান্তির বাতাস,
অচিরেই সেদিন কাছে আসবে
আনন্দে ভরে যাবে চারপাশ ।