মানুষে মানুষে এত ভেদাভেদ
সবাই নিজেকে ভাবছে বড় ,
তাকওয়া ছাড়া কোন মূল্য নেই
ফলাফল দাঁড়াবে ডাবল জিরো।
মানুষকে অবজ্ঞা করে কেউ
বড় কিছু হতে পারেনা,
শেষ পর্যন্ত সে পিছলে পড়ে
কেউ তার সাথে থাকেনা।
অহংকার করলে একদিন
হবেই তোমার বড় পতন,
বুঝবে যখন দেরি হবে
কাঁদবে তখন তুমি সর্বক্ষণ ।