দান করলে সম্পদ কমেনা
আরও যায় বেড়ে ,
আল্লাহ্র পথে ব্যয় করলে
সম্পদ আসে ঘরে।
ধনীর সম্পদে হক আছে
সব প্রার্থী এবং বঞ্চিতদের,
দান তোমাকে করতেই হবে
কারণ এটি হুকুম আল্লাহ্র ।
কৃপণের ধন নষ্ট হয়
কারো কাজে আসেনা,
বারো ভুতে লুটে খায়
কবরে কিছু যায়না ।