তখন তোমার ষোল বছর
একটুতেই করতে অভিমান,
ভালবাসতে আমায় তুমি
গাইতে ভালবাসার গান।
যখন একটু বড় হলে
ভুলে গেলে আমায় তুমি,
বাস্তববাদী হয়ে গেলে
হেরে গেলাম এই আমি।
এখন তুমি অভিজ্ঞ সুগৃহিণী
অনেক শক্ত মন তোমার ,
একই রকম আছি আমি
বদলে যায়নি কিছুই আমার।