ক্ষমা চাই
তোমাকে নিতে চেয়েছিলাম কাছে
কিন্তু পারিনি আমি
নিয়তির কাছে হেরে গেছি।
আজ আমি বড় অসহায়
তুমি বেশ আছ
দেখতে পাই ফেসবুকে
তোমার হাসিমুখ।
সুখের সাজানো সংসার
অনেক নিশ্চিত জীবন
আমাকে কি মনে পড়ে?
স্মৃতি কি কাঁদায় না?
আমি ক্ষমা চাই
এসব তোমাকে মনে করিয়ে
দেবার জন্য দুঃখিত
পারলে মাফ করে দিও।