কোনও কোনও মধ্যরাতে
আমি জেগে উঠি
একলা হেঁটে বেড়াই
কেমন শূন্যতা লাগে
অজানা ভয় হয়।
কেন এমন হয়
কারো তো ক্ষতি আমি করিনি
কারো পিছে লাগিনি
তবে কেন এমন হয়?
ঘুম ভাঙ্গে হতাশায়।
অন্ধকার চেপে ধরে
শ্বাস নিতে কষ্ট হয়
বুক ধড়ফড় করে
জানালার কাছে যাই
বাইরেও তখন থাকে অন্ধকার।