চার দশক পর
সব বদলে যাবে,
মানুষ যন্ত্র হবে
মানবতা পথ হারাবে।
এলোমেলো হবে সব
হবে নতুন সৃষ্টি ,
জৌলুস বাড়বে অনেক
ঝলসে যাবে দৃষ্টি ।
নিমিষেই যাওয়া যাবে
গ্রহ থেকে গ্রহে,
রোবট আর মানুষে
পৃথিবী যাবে ভরে।
কিছু স্বাপ্নিক কবি
বেঁচে থাকবে হতাশায়,
সুবচন নির্বাসনে যাবে
ভালোরা করবে হায়হায়।