আমি দুঃখ কিনি
তুমি বেচতে পারো,
অনেক কষ্টের হৃদয়
আরও দিতে পারো।


দুঃখ দিয়ে আমাকে
সুখ কিনে নাও,
সেই সুখ দিয়ে তুমি
তোমার পৃথিবী সাজাও।

তোমাদের দুঃখ আর
আমাকে পোড়ায় না,
পুড়তে পুড়তে আমি
হয়েছি খাঁটি সোনা ।

তাইতো আমাকে তুমি
দুঃখ বেচে দাও,
দুঃখ বেচে দিয়ে
সুখ কিনে নাও।