ছাড় ভয় তুমি
জেগে উঠ মুসলিম ,
ভয় পেয়োনা কাউকে
সামনে কঠিন দিন।
ছাড় দুঃখ তুমি
সামনে চল মুসলিম ,
পাথরের মত তোমার
হতে হবে কঠিন ।
ছাড় পাপ তুমি
প্রচার কর মুসলিম,
সত্য জয়ী হবেই
কায়েম হবে খোদার দ্বীন ।
ছাড় আলস্য তুমি
এক হও মুসলিম ,
ভেদাভেদ করোনা তুমি
তবে আসবে শুভদিন ।