দুঃখী একটি পাখি তুমি
তাইতো ভালবাসি আমি
অনেক দুঃখ তোমার মনে
তাইতো থাক আনমনে।


কেন এত কান্না তোমার ?
কষ্ট লাগে অনেক আমার
ভেঙ্গে ফেল সব দেয়াল
কর তুমি আলোর মিছিল।


পৃথিবীর এই স্বল্প সময়
মনে রেখোনা কষ্ট ভয়
ডানা ঝাপটে এগিয়ে যাও
দুঃখ কষ্টের পাহাড় ডিঙ্গাও।