অ্যাম্বুলেন্সের শব্দ শুনে
ভয় পায় সবাই,
কিন্তু মরতে হবে সবার
সেকথা আবার ভুলে যায়।
অ্যাম্বুলেন্স চলে গেলে
হাঁফ ছাড়ে সবাই,
আমার কিছু হয়নি ভেবে
কাজে আবার মন দেয়।
অ্যাম্বুলেন্স আসবে হঠাত
তোমাকে নিতে একদিন ,
প্রস্তুত থেক তুমি
বিপদজনক সে দিন ।