আমি যেতে চাই
সেই চিরচেনা জায়গায়,
শান্ত সুনিবিড় গ্রাম
চাই সেখানে আশ্রয় ।
প্রকৃতি এখানে সরল
আর সরল লোকজন ,
তারা ভালবাসতে জানে
তারাই প্রকৃত আপনজন ।
জীবন এখানে সহজ
নেই অনর্থক কোলাহল,
ধোঁয়া দূষণ অনেক কম
সহজ অনেক চলাচল।
আমায় হাতছানি দেয়
প্রতি রাতে ঘুমে,
সেই মায়াবি গ্রাম
আমার রঙিন স্বপ্নে ।