অনেকেই কথা দিয়েছিল
কেউ কথা রাখেনি,
অনেকেই ভালবেসেছিল
কেউ সাথে থাকেনি।


এমন কেন হয় আমার
আমি পাইনা উত্তর,
ভাগ্যটাই যে খারাপ
কষ্ট পাই আমি নিরন্তর।


একটু শুধু ভালবাসা
আর ছোট্ট সুখের সংসার,
এটুকুই হৃদয়ের  চাওয়া
কিছুই চাইনা আমি আর।