কোথাও শান্তি নেই এতটুকু
নেই শান্তির পায়রা,
সব পাখি উড়ে গেছে
পৃথিবীতে আজ শান্তির খরা।
ইরাক কিংবা লিবিয়া
চলছে শুধু আর্তনাদ ,
বার্মা অথবা ফিলিস্তিন
সর্বত্র যেন মৃত্যুর ফাঁদ ।
বিদেশ আর স্বদেশ
সব জায়গায় শুধু লাশ ,
ভালমানুষের মুখোশ পরে
করছে খালি সর্বনাশ ।
বিষাক্ত অস্ত্রের ছোবলে
বিধ্বস্ত এই দুনিয়া,
মন কেঁদে উঠে আমার
প্রাণ যায় শুধু কাঁদিয়া ।