রোহিঙ্গার রক্তে রঞ্জিত পৃথিবী
নেই কোন প্রতিবাদ,
মানবতার মোড়ল যারা
অট্টহাসি করছে দিনরাত ।
কত অসহায় অবস্থায় তারা
মুসলিম বিশ্ব আজ নিশ্চুপ,
তথাকথিত ভদ্রলোকেরা আজ
দেখাচ্ছে তাদের প্রকৃত রূপ।
মরছে শিশু মরছে নারী
নেই তাদের কোন দাম,
বুকে ব্যথা লাগে আমার
কবে হবে এসবের অবসান।