একুশের শহীদ
কোথায় হারালে সব?
আজ অনেক বেশি অন্যায়
কেউ তো সামান্য প্রতিবাদও করেনা।
একুশের শহীদ
কোথায় হারালে সব?
বাঙলা ভাষা আজ মরে গেছে
কেউ তো জাগাতে আসেনা।
একুশের শহীদ
নেই তোমাদের মূল্যায়ন
কেউ তোমাদের চেনেনা
তোমাদের ব্যপারে কারো আগ্রহ নেই।
একুশের শহীদ
তোমরা নিশ্চয়ই কষ্ট পাচ্ছ
আমাদের অবস্থা দেখে
কেউ আর দেশের তরে মরেনা।