পূর্ণিমার চাঁদের মত
উজ্জ্বল তোমার মুখ,
এত দেখেও মন ভরেনা
আমার তৃষ্ণার্ত বুক।


চাঁদ থাকে ঐ আকাশে
তুমি থাক এই মনে,
ভালবাসি তোমায় আমি
রাখব তোমায় সযতনে।


পূর্ণিমার আলোয় দেখব
তোমার সুন্দর মুখ,
ভরে যাবে এই হৃদয়
ভরে যাবে এই বুক।