মিষ্টি চেহারার মেয়েটি
আমাকে করেছে পাগল,
দিনরাত ভুল করি
সবকিছুতেই হচ্ছে তালগোল ।


এমন মায়াবি চেহারা
তুলনা যে নাই,
আমার কোমল মন জুড়ে
আছে শুধু সেই।

তুলনাহীনা তুমি সেরা
মনটাও অনেক সুন্দর,
তোমাকে ভালবেসে আমি
সুখে আছি নিরন্তর ।