এখন আর ভয় নেই
তুমি হয়েছ আমার,
নেই হারাবার ভয়
আমি শুধুই তোমার ।


আমাদের উচ্ছল প্রেম
থাকবে জীবন ভরে,
দোয়া চাই সবার
যেন থাকি জোড়ে ।