তোমার মিষ্টি হাসিতে
আমি হয়ে যাই দিশেহারা ,
তোমার কোমল স্পর্শে
হয়ে যাই আমি আত্মহারা ।


তোমাকে ভালবেসে অনেক
হয়েছি আমি ধন্য ,
তুমি আমার সুখ
তুমি সত্যিই অনন্য ।


ভালবেসে যাব আমি
জেনে রেখ তুমি,
আমাকেও আগলে রেখ
প্রিয় আমার সোনামণি ।