আগুন ছিল মুক্তিসেনার
সে আগুনের তাপে,
পাকসেনারা লেজ গুটিয়ে
পালিয়ে গেল চাপে ।
মুক্তিসেনার অসীম সাহসে
স্বাধীনতার সূর্য এল,
মুক্তিসেনার প্রবল ঝড়ে
হানাদাররা সব কাঁপছিল ।
মুক্তিসেনাদের অবদান
করতে হবে মূল্যায়ন ,
স্বাধীনতার অগ্রসৈনিক তারা
করি তাদের স্মরণ ।