এক মিষ্টি মেয়ে
আমার স্বপ্নে এসে
আমাকে ভালবাসে ,
সেই দুষ্টু মেয়ে
আমাকে কাছে নিয়ে
মিষ্টি করে আসে ।


আমি জানিনা কেন
সে আমাকে ভালবাসে
আমি অতি সাধারণ ,
ভিতু এক ভুলোমন
ভাবি বসে অকারণ
ভালোবাসার কি কারণ?