আজ দেখলাম
এক পরাজিত সৈনিক কে
মানুষের ফেলে দেয়া খাবার
কুড়িয়ে খাচ্ছে
ক্ষুধার জ্বালা জুড়াতে ।
খুব কষ্ট পেলাম
মন কেঁদে উঠলো
এত বৈষম্য কেন?
সুন্দর এই পৃথিবীতে
কোন উত্তর পাইনা ।
এভাবেই দিন চলে যাবে
বৈষম্য আরও বাড়বে
পেটের জ্বালা সইতে
না পেরে তখন মানুষ
আত্মহত্যা করে বসবে।