এই যে ভাল আছি
তার জন্য আমি কৃতজ্ঞ
মহান সৃষ্টিকর্তার প্রতি
কত মানুষ কষ্টে আছে
আলহামদুলিল্লাহ ভাল আছি।


মানুষের ক্ষমতা খুব সামান্য
অথচ সে বড়াই করে
অন্যকে তুচ্ছ করে
জেনে শুনে পাপ করে  
তার পরেও সৃষ্টিকর্তা ক্ষমাশীল ।