মেঘলা দিনে তারে বলা যায়
ভালবাসার কথা ,
যদি সে ভালবাসে
দূর হবে সব মনের ব্যথা ।


বৃষ্টি পড়ে রিমঝিম
মনে সুখের ঝড় ,
তাকে নিয়েই গড়বো আমি
ভালবাসার শান্তির ঘর।

কাছে এসো প্রিয়তমা
চলো বৃষ্টিতে ভিজি,
ধুয়ে যাক সব জড়তা
নতুন করে সাজি ।