একটা করে দিন
শুধুই চলে যায় ,
মরণের দিকে আমরা
দ্রুত চলে যাই ।


এভাবেই চলছি মোরা
এটাই প্রকৃতির নিয়ম,
মরণের তরে মোদের
এই ধরাতে আগমন ।